প্রকল্প: সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প,এ প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে, যার মধ্যে ৬৫টি ভাষা প্রশিক্ষণ ল্যাব অন্তর্ভূক্ত রয়েছে। বিভিন্ন পর্যায়ের জনসাধারণকে বিশেষতঃ যুব সম্প্রদায়কে আইসিটি ব্যবহারের প্রতি উদ্বুদ্ধ করতে এ সকল ল্যাবগুলোকে কেন্দ্র করে শেখ রাসেল আইসিটি ক্লাব গঠন করা হয়েছে। তরূণ প্রজন্মের ভাষাগত সীমাবদ্ধতা দূরীকরণে ভাষা শিক্ষা ল্যাবগুলো কাজ করবে। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যঃ ü ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে ভাষা প্রশিক্ষণ ল্যাবসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রধান কার্যালয়,জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাগণ নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শণ করে থাকে। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS