গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর উপজেলা কার্যালয়, সালথা, ফরিদপুর। https://doict.saltha.faridpur.gov.bd স্মারক নং: ৫৬.০৪.২৯৯০.০০০.১৬.০০১.১৯- তারিখ: ২৩ মার্চ, ২০২৩ বিষয়: আইসিটি কম্পিউটার ল্যাবে নিরাপত্তা (Security) জোড়দারকরণ প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক "আইসিটি কম্পিউটার ল্যাব” প্রকল্পের আওতায় সালথা উপজেলায় বারটি (১২) টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। ল্যাবে প্রকল্প দপ্তর থেকে ল্যাপটপ, প্রিন্টার, স্কান্যার, মডেম, রাউটার, প্রেজেক্টর, টিভি, ডিজিটাল স্মার্ট বোর্ড, এটেনডেন্স সিস্টেম, ডেক্সটপ কম্পিউটার, প্রয়োজনীয় আসবাবপত্র, নেটওয়ার্কিং যন্ত্রপাতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী ও শেখ রাসেলের ছবি প্রদান করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু ল্যাবের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, আসবাবপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ল্যাব কক্ষে থাকার দরুণ নিরাপত্তা জোড়দারকরণ করা প্রয়োজন এবং নিরাপত্তার পাশাপাশি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি চার্জ (Charge) করার ব্যবস্থা করতে হবে নতুবা দীর্ঘদিন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি চার্জ দেওয়া না হলে ব্যাটারি ও মাদারবোর্ডে (Motherboard) সমস্যা হতে পারে।
এমতাবস্থায়, পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আইসিটি কম্পিউটার ল্যাবের নিরাপত্তা (Security) জোড়দারকরণ এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতি (বিশেষ করে ল্যাপটপ) সপ্তাহে ন্যূনতম দুই (০২) দিন চার্জ (Charge) দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
স্মারক নং: ৫৬.০৪.২৯৯০.০০০.১৬.০০১.১৯- তারিখ: ২৩ মার্চ, ২০২৩ অনুলিপি সদয় অবগতি জন্য প্রেরণ করা হলো: - ১) প্রকল্প পরিচালক, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা। ২) উপ-পরিচালক (প্রশাসন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা। ৩) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ফরিদপুর। ৪) চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সালথা, ফরিদপুর । ৫) উপজেলা নির্বাহী অফিসার, সালথা, ফরিদপুর । ৬) জেলা আইসিটি অফিসার (ভারপ্রাপ্ত), জেলা আইসিটি কার্যালয়, ফরিদপুর । ৭) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সালথা, ফরিদপুর। ৮) অফিস কপি। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস